মুক্তি চাই দূষিত সমাজ‌ থেকে
এই প্রাণকে প্রাণপনে বাঁচাতে।
এখানে বাতাসে বারুদের গন্ধ
জ্ঞানীর বিবেক বন্দী খাঁচাতে।

বাংলার বুকে দুর্নীতির ক্ষত
স্বাস্থ্য ব্যবস্থা গিয়েছে ভেঙে।
পিঠে জোটে লাঠির আঘাত
বোনের ধর্ষনের বিচার চেয়ে।

জনসেবা করতে রক্তের হোলি,
কঙ্কালে গড়া শক্তির মসনদ।
পোশাকে দুর্নীতির কালো দাগ,
তবুও তিনি জনদরদী সাংসদ।

শিক্ষা দপ্তর গিয়েছে রসাতলে
শিক্ষা মন্ত্রী হারিয়েছে হুঁস তার।
শিক্ষিতরা পথে বসে নিরূপায়,
পায় শুধু প্রতিশ্রুতির সমাহার ‌।

সাম্প্রদায়িকতার বিষ মজ্জায়,
রক্তের মাঝে খোঁজে ধর্মের চিহ্ন।
শকুনের তীক্ষ্ণ দৃষ্টি নর খাদকের
মৃতদেহ নিয়ে রাজনীতির জন্য।