ঘুমন্ত পৃথিবীতে জলন্ত যন্ত্রণা বুকে
খুঁজে ফিরি তোমায় স্মৃতির পাতায়।
এমনই কত রাত হয়েছে ফোনালাপ
সময় মাপার হিসাব ছিলোনা মাথায় ।

গঙ্গার পাড়ে কৃষ্ণচূড়া গাছের তলে
একসঙ্গে দেখেছি পশ্চিমের সূর্যাস্ত।
গাঙ শালিকের ভিড় খুঁজতো নীড়
মাঝিরা নৌকা নোঙর করতে ব্যাস্ত।

হাজারো কাজ ফেলে যেতাম চলে
নন্দনে কিংবা সবুজে ঘেরা ময়দানে।
মাটির ভাঁড়ে চা কখনো বা ফুচকা,
জীবনের সকল স্বাদ ছিল ঐখানে।

কলেজের ফাঁকে সরোবরের জলে
রাজহাঁস দেখে কাটানো সে সময়।
হাতে হাত রেখে কথা দিয়ে ছিলে
"কোনো দিন ছাড়বো না তোমায়"।

বিশ্বাসের সেই হাত করল আঘাত
রঙিন স্বপ্ন গুলো ভেঙে একাকার।
দুচোখে ঘুম নেই রাতদিন এক তাই
ক্ষমাহীন মৃত্যুকে ছুঁয়ে দেখি বারবার।