কাল স্রোতে তাল মিলিয়ে
               কেবল বয়স বেড়ে যায় ,
মানব হাটে গড়ে ওঠে
                কিছু নিত্য নতুন পরিচয়।

মাথার উপর বছর গুলি
                    পাথর হয়ে নামছে,
ঘরির কাটা স্মৃতির ভারে
                    যন্ত্রনাতেই থামছে।

জীবন পথের প্রতি বাঁকে
                  উত্থান পতন খেলা,
স্বপ্ন গুলো আঁকড়ে ধরে
                ভবিষ্যতের দিকে চলা।

ভাগ্যের চাকায় জং ধরেছে
                 ঘোরা খুবই বড় দায়,
চেষ্টা শক্তিতে লড়ে যাওয়া
                   না মেনে পরাজয়।

মাঝ দরিয়ায় ঝরঝাপটা
            ভেসে মানব জীবন তরী।
মাঝি শক্ত করে ধরো হাল
          ঘাটে ফেলবে নোঙর দড়ি ‌।

আগামীর সূর্য পূব আকাশে
                     মুখ তুলে তাকায়,
অন্ধকার ঠিকই মুছে যাবে
                      আলোর রোশনাই।