জীবন মানে বেঁচে থাকা, জীবন মানে চলা।
জীবন মানে শত কষ্ট চেপে হেঁসে কথা বলা।
জীবন মানে দুঃখ ভুলে সুখের আশা করা।
জীবন মানে কল্পনাতে মনে রঙিন স্বপ্ন গড়া।

জীবন মানে ঝড় ঝাপটা,হঠাৎ কোনো রাতে।
জীবন মানে সমস্যা যত,সমাধান নিজ হাতে।
জীবন মানে সংসারের  মায়ার বাঁধনে বন্দী।
জীবন মানে নিজের সঙ্গে নিজের প্রতিদ্বন্দ্বী।

জীবন মানে পুরানো স্মৃতির অসহ্য যন্ত্রণা।
জীবন মানে মৃত্যুর পর স্বর্গ লাভের প্রার্থনা।
জীবন মানে ভয় না পেয়ে শত্রুর মোকাবিলা।
জীবন মানে মাঠে নামা ,জীবন-মৃত্যুর খেলা।

জীবন মানে প্রতিবাদ করা অন্যায় যদি হয়।
জীবন মানে সত্য বলা, মিথ্যাকে প্রশ্রয় নয়।
জীবন মানে লড়ে যাওয়া শেষ পর্যন্ত দেখে।
জীবন মানে ঘুরে দাঁড়ানো রক্ত অশ্রু মেখে।