প্রতিমুহূর্তে নেওয়া নিশ্বাসটাও বিশ্বাস হারায়,
দম বন্ধ হয়ে আসে রাতের ঘন অন্ধকারে ।
হিংসা-বিদ্বেষের তীব্র তাপে ঝলসানো হৃদয়,
অন্তহীন পথে পাড়ি দেয় অহেতুক বারে বারে।
পথহারা কোনো পথিকের মতো নিরূপায়,
দিগ্বিদিক ছুটে চলি নিষ্কৃতির অপেক্ষায়।
সময় স্রোতে বয়ে চলা মানব জীবনতরী
অসহায় হয়ে খোঁজে নিরাপদ পোতাশ্রয়।
চারিদিকে স্বার্থান্বেষী প্রবঞ্চকদের ভিড়ে
মানবতার আদর্শ প্রাণপনে খাবি টানে।
ব্যাক্তি স্বাধীনতা চিরতরে হয়েছে বিলিন,
বুদ্ধিজীবিরা আত্মঘাতী গভীর অভিমানে।
সমাজের দুষ্কৃতীরা লোহিত চক্ষে তাকায়,
মাতৃগর্ভে যেন আজ পশু জন্মায় বুঝি।
যন্ত্রণা ঢেকে পাষাণ কঠিন এ বুক পেতে,
আত্মীয়ের রক্তের ফেনা দুই হাতে মুছি।
জানি আমৃত্যু সংগ্রাম করার নামই জীবন ,
কালো মেঘের আড়ালে আছে সূর্যের কীরণ।
মানবো না পরাজয়, দাঁত চেপে করব লড়াই ,
দীপ্ত কন্ঠে হবেই প্রতিবাদ শুনবো না বারণ।