কেহ থাকবে না চিরকাল হেথা
শূন্যে যাবে শূন্য নিয়ে হাতে।
তবু কেন নর পিশাচ যত
রক্ত মেখে যুদ্ধ খেলায় মাতে।

কাঁদছে শিশু রক্তাক্ত হয়ে
মৃত মায়ের উপর ঝুঁকে।
লাশের মাঝে খুঁজছে প্রেম,
সর্বস্ব জুড়ে ছিল যে বুকে।

ছিল স্বপ্ন যত ধ্বংসস্তূপ হলো
চেয়ে থাকে শুকনো দুটি চোখ‌।
ক্ষতবিক্ষত হৃদয়, বলছে সদাই,
আর নয় এবার যুদ্ধ বন্ধ হোক।

রক্তের স্রোতে পিছলে গিয়ে
ধর্মের দ্বারে মাথা ঠুকি।
ধর্ম বলে দুই হাত তুলে
আমি মানবতাকেই ডাকি।

ভয়ে প্রতিবাদ করছে না কেউ
যদি তার স্বার্থে লাগে আঘাত।
বাঁচাও বাঁচাও আর্তনাদেও
রাষ্ট্রসংঘ করছেনা কর্ণপাত।

এসেছে সময় পথে নামার
সকলে মানব বন্ধন করি।
'যুদ্ধ নয় শান্তি চাই'
এই শ্লোগান তুলে ধরি।