নারীর অধিকার দিতে ভয় পাও?
ছিঃ!পুরুষ নও কাপুরুষ তুমি।
প্রাণ সৃষ্টির অর্ধেক স্রষ্টা তারাই,
নারী ভিন্ন অসম্পূর্ণ মানব ভূমি।

শিক্ষার অধিকার তারও আছে,
জানবে জগৎকে বইয়ের পাতায়।
জ্ঞান চক্ষুর দ্বারা করবে যাচাই ,
ভুলবে না কোনো মিষ্টি কথায়।

নারীই পুরুষের শান্তির আশ্রয়,
তারা ন্যায্য দাবি চাইলেই দোষ!
কি হেতু খাঁচা বন্দি থাকবে গৃহে?
অন্যায়ের সঙ্গেও করে আপোষ!

নারীরা পরিবারের দাসীই শুধুই,
এমন ভাবনা থেকে সরে দাঁড়াও।
নারীকে অবলা,দুর্বল জাতি বলে,
অযাথা মিথ্যা কেন অপবাদ রটাও?

নারী স্নেহ মমতার অসীম ভান্ডার,
সকল সুখ তাদের আঁচল তলে ।
দায়-দায়িত্বে স্বর্গের দেবীর সমান,
অবিরাম দশ হাতে তার কর্ম চলে।