দেখে ছিলাম তোমায় ছাতিম তলায়
বসেছিলে এলোচুলে আনমনা হয়ে।
লাল পাড়ের শাড়ি,কাজল কালো চোখ,
দক্ষিনা বাতাস ছুটেছিল তোমায় ছুঁয়ে ।

পায়ে রূপালী নূপুর নির্জন দুপুর
পাখিরা বিশ্রাম নেয় ছাতিম শাখে।
বেড়াল ছানা এসে কোলের কাছে ঘেঁষে
নরম হাতের আদর খানি মাখে।

বসন্তের ডাকে কোকিলের গান
প্রজাপতি ফুলে ফুলে বেড়ায় উড়ে।
দিগন্তের শেষে আকাশে ভেসে
কপোত কপোতী ফেরে শান্ত নীড়ে ।

পাতার ফাঁকে বসে কাঠবেড়ালি মুচকি হাসে
যৌবনের বন জুড়ে কেবল পলাশের ঘ্রাণ।
দিবসের ক্লান্তি যত উবে যায় কর্পূরের মত
তোমায় দেখে এক পলক জুড়িয়ে যায় প্রাণ।