দুর্নীতির রোগ সর্বত্র জুড়ে ,
ধর্ষিতা পায়না ন্যায্য বিচার।
স্বাস্থ্য ব্যবস্থার পচন ধরেছে ,
সেথা দুশ্চিন্তার ঘন অন্ধকার।
মেধাবীরা আন্দোলনরত,
চেয়ারে বসে চোর গুলি।
কাটমানিতে পকেট ভরায়
আইনের চোখে দিয়ে ধূলি।
হাজার যুবক ক্রন্দন করে
বেকারত্বের তীব্র জ্বালায় ।
সরকার শুধু মেতে আছে
অসময়ে খেলায়-মেলায়।
পুলিশেরা অসহায় আজ
ক্ষমতা কেড়েছে শাসক।
কোথায় সব বুদ্ধিজীবীরা?
কোথায় তাদের পথনাটক।
পরিবর্তনের ডাকে সাড়া দিয়ে
কৃষক ও শ্রমিক বাঁধবে জোট।
যুবক রক্তে মুক্তির আগুন জ্বেলে
কেঁপে উববে প্রতিবাদী ঠোঁট।