যাকে এক আকাশ ভালোবাসা যেত,
এক বিন্দু দিলে না,এতটা কৃপণ তুমি!
যার সাজানো বাগিচার গোলাপ ছিলে,
তুমিহীনা সে জীবন কেবলই মরুভূমি।

অর্থের মোহে পড়ে গরলে দিলে ঝাঁপ,
ভবিষ্যৎ আলোক শিখা নিস্প্রভ প্রায়।
অন্ধকারে বন্ধ ঘরে অনুশোচনা ভিরে,
ফিরে পেতে চাও কি পুরানো আশ্রয়?

তবে এত কেন ভাবনা,এত কেন লাজ,
দুহাত বাড়িয়ে দাও মায়াবী সেই ডাক।
পুনরায় হৃদয় সিক্ত হবে কৈশোর প্রেমে,
তুমি আমারই রবে যত ভুল ত্রুটি থাক।