শাসক হারিয়েছো কি মানবতা?
ধর্ষনের বিচার চাইছে জনতা।
কাকে বাঁচাতে এত ছলচাতুরি ?
যে ছিঁড়ে খেলো ফুলের কুঁড়ি !
মানুষ নেমেছে আজ রাজপথে
স্লোগানে মুখর পতাকা হাতে।
বিচারের দাবিতে অনড় তারা।
ধর্ষককে করবে পৃথিবী ছাড়া।
ক্ষমতার আঁচলের থাকার তরে
আছেন যারা আজ চোখ বুজে।
যেদিন আগুন লাগবে নিজ ঘরে
দেখবো কেমন থাকেন চুপ করে।
জল কামানের কি ভয় দেখান?
বোনের মৃত্যুতে আজ বুক পাষান।
বন্ধুক লাঠিতে আর পায়না ভয়,
ওরা যে প্রতিবাদী,কাপুরুষ নয়।