ধার্মিকেরা আজ স্থান পায় না
নেতার কথাতেই ধর্ম চলে।
মদ মাংসে ভিজিয়ে গলা
ধর্মের নামে স্লোগান তোলে।
মানুষে মানুষে হিংসা ছড়ায় ,
পড়নে গেরুয়া ধার্মিক বস্ত্র।
এক হাতে তার ধর্মের ধ্বজা,
অন্য হাতে কসাইয়ের অস্ত্র।
মসনদের ভীত দৃঢ় করতে
প্রয়োজন মানুষের রক্ত।
তাই তো এরা দাঙ্গা বাধায়,
উচ্ছিষ্ট ভোগী কিছু ভক্ত ।
দিনের আলোয় সমাজ সেবা,
অন্ধকারে চলে যত কুকীর্তি ।
লক্ষ্য এদের টাকার পাহাড়
নীতি আর্দশ কেবলই দুর্নীতি।
দেওয়ালে পিঠ ঠেকবে যেদিন
দেশের মানুষ জাগবে তবে।
নেতা তোমার সেদিন জেনো,
পোশাক খুলে হিসাব হবে।