পৃথিবীর ঝলসানো মুখ, করূন নয়নে চায়,
বাতাসে মিশে পোড়া বারূদ ও মাংসের গন্ধ।
চারিদিকে শুধু মানুষরুপী অতৃপ্ত প্রেত আত্মা
মুক্তির নেই কোন পথ, নরকঙ্কালে দ্বার রুদ্ধ।
মাথার উপরে ওড়ে সন্ত্রাসের ঘন কালো মেঘ ,
বিদ্যুত চমকে ফিরে আসে মৃত্যু হাতছানি ।
ব্যাঙের মতো সর্পের মুখে একটু বেঁচে থাকা ,
স্বর্গের দিকে তাকিয়ে নির্বাক বিচারের বাণী।
মজ্জায় মাদকের বিষ, হিংসা শিরায় শিরায়
নরপিশাচেরা মত্ত হয়েছে আজ হত্যালীলায়।
ছিন্নভিন্ন নারীদেহের পাশে ক্রন্দনরত শৈশব ,
যত্নে রাখা মানবীর মান ভুলুন্ঠিত অবহেলায়।
তবুও পৃথিবীটা বুক বাঁধে সুদিনের আশায় ,
নির্মম কালো রাত্রির শেষে ভোরের আজান।
মন্দিরের শঙ্খ ধ্বনিতে স্বাগত নতুন দিবস,
দূর হতে শোনা যায় মধুর কন্ঠে লালন গান ।