ছেলেবেলার দিন গুলি ছিলো আনন্দ বেশ ,
সে যেন রুপকথার গল্পের মজার এক দেশ।
মনের যত ইচ্ছা গুলি পূরণ হতো বায়নায়।
সারাদিন খেলা ছাড়া আর কিছু কাজ নাই।

বৃষ্টিতে ফুটবল কাদা মেখে অচেনা সব মুখ।
চুরি করে আম খাওয়ায় আহা সে কি সুখ।
পাড়ায় পাড়ায় আকাশে চলতো ঘুড়ির যুদ্ধ ,
বটতলায় সন্ধ্যায় গান জুড়ত অন্ধ এক বৃদ্ধ।

সকলে চাঁদা দিয়ে কেনা ক্রিকেট ব্যাট বল্।
ম্যাচের কোনো চিঠি পেলেই দল বেঁধে চল।
কখনো তর্ক-বিতর্ক কিংবা মারামারি করে,
নতুন কেনা জামাটি ছিঁড়ে ফিরতাম ঘরে।

গ্রীষ্মের দুপুরে পুকুর সাঁতরে কাদা ঘোলা,
জল থেকে তোলার জন্য মা ছুড়তো ঢেলা।
সারাক্ষণ পকেটে থাকতো বাঁটুল ও গুলি,
কঞ্চি,কলা পাতা দিয়ে তৈরি দোকান খুলি।

সূর্য অস্ত যায় নিভে আসে দিনের আলো,
তবুও মাঠ থেকে উঠতে লাগতো না ভালো।
ফিরে পেতাম যদি মিষ্টি-মধুর সেই শৈশব,
যেতাম এক ছুটে দায়-দায়িত্ব ফেলে সব।