বই আমাদের পরম বন্ধু
একাকীত্বের সাথী।
অজ্ঞানতায় ডুবলে সমাজ
জ্বালায় জ্ঞানের বাতি।
বই ভালোবাসতে শেখায়
সকল ভেদাভেদ ভুলে।
প্রতিবাদের ভাষা জোগায়
নির্ভিক ভাবে মাথা তুলে।
বই সভ্যতার আয়না স্বরূপ ,
ভালো মন্দ নিয়ে।
সমাজটাকে ঢাকতে হবে
বইয়ের পাতা দিয়ে।
বই উন্মুক্ত করে জ্ঞানের দুয়ার
বিশ্বের আঙিনা জুড়ে।
কুসংস্কার মুক্ত সমাজ হবে,
সেদিন নেই আর বেশি দূরে
বই পারে ঘুরিয়ে দিতে
স্বৈরাচারী শাসকের খেলা।
লড়াই করে বুদ্ধির জোরে
আসবেই দিন বদলের পালা।