জীবন্ত মানুষ আজ বড়ই ভয়ঙ্কর,
ভূত-প্রেতকেও দেয় সে ভীষণ টক্কর!
চোখে তার তীব্র লালসার আগুন,
মনটা কুটিল হিংস্র অন্ধকার দারুন।

ভূত তবু ডাকে কেবল রাতের ঘোরে,
মানুষ ঘুম কেড়ে নেয় ভরা দ্বিপ্রহরে।
ভূত মাঝে মাঝে লোকান্তরে চলে যায়,
মানুষ রক্তে চোষে জনবহুল রাস্তায়!

ভয় যদি পেতে হয় ভূতের ভয় কভু নয়,
মুখোশধারী মানুষ বেশি বিপজ্জনক হয়!
হার মানে ভূত, হার মানে অশরীরী ছায়া,
মানুষই সর্বনাশা,সকলই ছদ্মবেশী মায়া!