নীল দীগন্তে আবীর রাঙা মেঘ,
বাতাসে প্রিয়তমার চুলের সুগন্ধ।
সিমুল পলাশে শোভিত উদ্যান,
যৌবন খুঁজে পায় মধুর সম্বন্ধ।
কোকিল কন্ঠে মুখরিত চারিদিক,
নব হরিত পল্লবে দেমাগী তরু দল।
আম্র মুকুলে মৌমাছিদের গুঞ্জন,
পিরিত নেশায় মত্ত শহর-মফস্বল।
বসন্তের রঙে রাঙিয়ে এ জীবন,
হৃদয় বিনিময়ের হোক অঙ্গীকার।
এ ধরা হতে ভালোবাসার স্রোতে ,
মুছে যাক যত কুটিল অন্ধকার।