মনের বনে যৌবনের আগুন লেগেছে,
পলাশ শাখে মধুর কোকিল কন্ঠ শুনে।
শরীরে জুড়ে হোক বসন্তের প্রেম বর্ষন,
জুড়িয়ে যাক এ প্রাণ ভ্রমরের গুঞ্জনে।
দক্ষিণা বাতাসে শাড়ির উড়ছে আঁচল,
বসন্তের আবিরে রাঙা লাজুক গাল।
রবীন্দ্র সংগীতে সকল যুগল মেতেছে,
আদিম নেশায় মত্ত দেখো স্বর্গ-পাতাল।
আজ বসন্তে হাতের উপর হাত রাখা,
একতারা তে মেঠো বাউল গানের সুর।
গোধূলির আলো মেখে রঙিন স্বপ্ন বুকে
তোমার সঙ্গে পাড়ি দেবো সুদুর শান্তিপুর।