বাংলা আমার মায়ের ভাষা
বাংলা আমার জন্মস্থান।
বাংলা আমার কৃষ্টি সংস্কৃতি,
বাংলায় গাই জাতীয় গান।
বাংলা জোগায় প্রতিবাদের ভাষা
বাংলায় বুনি হৃদয়ের স্বপ্ন যত।
বাংলার পাশে ইংরেজি বললেও
বাংলা লাগে আমার মধুর মত।
বাংলায় আমি নিজেকে হারায়
বাংলায় 'মা' ডাকে পাই শান্তি।
বাংলা আজ বিশ্বজয়ী,
বাংলা ক্ষমা করে ভুল ভ্রান্তি।
বাংলায় করি প্রেম নিবেদন,
বাংলা বর্ণে হয় হাতে খড়ি ।
বাংলা মানে আবেগ মাখা,
বাংলার জন্য স্বাধীন দেশ গড়ি।
বাংলা আগামীর পথ দেখায়,
বাংলা শেখায় বিপ্লব।
বাংলায় জন্ম রবীন্দ্র-নজরুল
'বাংলা' যুগের কলরব।
বাংলা আমার রক্তরাধা,
বাংলার জন্য আকুল প্রাণ।
বাংলার প্রতিটি সন্তানের মুখে
বাংলা মায়ের হোক জয় গান।