যাবো চলে আর বেশি দিন নয়
ওপারের ডাক এই এলো বলে।

যাবো চলে সবাইকে ছেড়ে
মায়ার এ জগৎ ফেলে।
যাবো চলে থাকবো না আর
মানুষ নামক পশুদের ভিড়ে।

চলে যাবো কেনইবা থাকিব হেথা!
আছে কি প্রেম কিংবা মানবতা?
যাবো চলে যৌবনকালে না করে ক্ষেদ ,
যৌবন যন্ত্রনাময়,পরস্পরে বিভেদ।

যাবো চলে চক্ষু সহিতে পারেনা আর
লু্ন্ঠিত হেথা অনাহারের আহার।
যাবো চলে একেবারে নগ্ন হয়ে
খুলে যত ধর্মের পোশাক।
যাবো চলে না ফেরার দেশে
সেথা স্বর্গ থাকবা না থাক।

দেব শূন্যে পাড়ি শূন্য নিয়ে হাতে
চিরসত্য অন্তহীন সেই পথের পানে।
নক্ষত্রের সমাবেশে ওরা ডাকছে আমায়।
যাবো চলে মৃত্যু তরী বেয়ে স্রোতের টানে।


যাবো চলে সাধের সব পান্ডুলিপি ফেলে
শোকতাপে সিদ্ধ আত্মীয়ের কাঁধে চড়ে ।
এটাই শেষ প্রার্থনা মোর জনতার দরবারে
জন্মেছ মানুষের ঘরে,মরিও মানুষের তরে।