এক আকাশ ভালোবাসতে পারতাম
যদি তুমি একটি বার ফিরে তাকাতে।
পৃথিবীতে একটুকরো স্বর্গ বানাতাম
কোন এক নির্জনে তোমাতে আমাতে।
শিশিরের মতো টুপটাপ ঝরতো প্রেম
মিষ্টি মধুর খুনশুটিতে কাটতো দিন।
গোধূলিতে পশ্চিমে কমলা রঙের মেঘ,
তব নীল মায়াবী চোখে হতাম বিলীন।
পূর্নিমা রাত্রে জ্যোৎস্নায় স্নাত দুজনে,
কোমল হাতের স্পর্শে ক্লান্তি হত দূর।
বেল ফুলের মালা খোঁপায় জড়িয়ে,
লাজুক পায়ে পড়িয়ে দিতাম নুপূর।
বসন্তে কোকিল ডাক পলাশের শাখে,
তোমার আঁচল ছুঁয়ে যায় ঝর্নার জল।
সবুজ ঘাসে হেঁটে বেড়ায় দুই শালিক,
রাজ হাঁসেরা পার্শ্বে বাঁধায় কোলাহল।
কিন্তু হায়,বৃথা এ স্বপ্ন মরুভূমির মাঝে,
থেকে গেলে হৃদয়ের গভীর ক্ষত হয়ে।
অন্যের ঘরে এখন উজ্জ্বল নক্ষত্র তুমি,
আমার দিন যাপন অসহ্য যন্ত্রণা বয়ে।