সর্বত্রই আগ্নেয়াস্ত্রের ছড়াছড়ি
দুষ্কৃতীরাজ গোটা রাজ্য জুড়ে।
ঝলসে গেল প্রতিবাদী কণ্ঠগুলো
শাসকের সন্ত্রাসের আগুনে পুড়ে।

মায়ের অশ্রু স্নাত সন্তানের দেহ
ওদের দলীয় পতাকায় ঢেকে ।
লোক দেখানো মৃত্যু মিছিল করে
ভোট বাক্সের দিকে নজর রেখে।

জনগণের বুদ্ধি লোপ পেয়েছে
দান খয়রাতির ভাতা কিছু নিয়ে।
বিশিষ্টদের বিবেক ছিল যতেক
শেষ করেছে স্বার্থের দিকে চেয়ে ‌।

নরপিচাশদের রক্ত মাখা জিভ গুলি
পবিত্র সংবিধানের শপথ পাঠ করে।
ন্যায়- নীতি,সাম্যের আদর্শ সব ভুলে
শুধু নিজের ব্যাক্তিগত সম্পদই গড়ে।

নেতার বেশে থাকা চোর গুলি সব
করে বেড়ায় যত রাজ্যের শয়তানী।
উন্নয়ন ওদের কেবল খাটের নীচে
জন সাধারণের বাড়ে শুধুই হয়রানি।