আগুন! আগুন! ধর্মের আগুন!নেভায় তারে কে?
স্বার্থান্বেষী সব কুলাঙ্গার গুলো নেতার ছদ্মবেশে,
ভারতের পুন্য ভূমিতে ভয়ঙ্কর আগুন লাগিয়েছে।
কে আছিস ওরে রবীন্দ্রনাথ নজরুলকে ডাক দে।
পেটের আগুনে পুড়েছে দেশ,জ্বালা নেভায় কিসে?
সে কথা আর ভাববে কারা! পার্লামেন্ট কি আছে?
ওটা এখন নতুন ধর্মশালা,যে যার ধর্ম সেথায় বেচে।
বুদ্ধিজীবীরাও বুঁদ হয়েছেন,মেতেছেন ধর্মীয় বিষে।
ধর্মের আগুন গেরুয়া না সবুজ? রক্তিম হয়েছে দেশ,
মৃত্যু মিছিলে অবরুদ্ধ পথ,আর্তনাদে মুখরিত চতুর্দিক,
আসুন ফিরে চৈতন্য দেব ,পুনরায় আসুক পয়গম্বর,
হিংসার ধর্ম কি শিখিয়েছেন তাঁরা? কেন তবে বিদ্বেষ?