সেই যে প্রথম দর্শন গঙ্গার পাড়ে ,
তুমি বাসন্তী শাড়ি এলো চুলে।
কেমন‌ যেন হ্যাংলা হলাম আমি,
জাগতিক যত চিন্তা ভাবনা ভুলে।

মাঝির মধুর গান জুড়ায় প্রাণ
লাল পলাশের মেলা বনে বনে।
রঙিন আকাশে বসন্ত বাতাসে ,
প্রেম নেশায় মত্ত বুঝি মনে মনে।

গঙ্গায় গড়িয়েছে অনেক জল,
কত ময়ূরী ক্লান্ত হয়েছে নেচে।
পুনর্মিলনের ছিলো না অবকাশ
অবুঝ মন প্রতিক্ষায় থাকে বেঁচে।

বছর চারেক পর হঠাৎ করে ,
চোখাচোখি বৈশাখী মেলায়।
সেই থেকেই এলোমেলো সব,
মন বসেনা আর লেখা পড়ায়।

বেঁধেছো আমায় যে তোমার মায়ায়
এ বন্ধন কখনো ছিন্ন হবেনা জানি,
তবু কেন হায়,দেড়িতে হয় রিপ্লাই ?
প্রেমিক এ হৃদয় যে বড়ো অভিমানী।