তুমি
কবি মো ফাত্তাহান আলী
তুমি রূপসী বলে, তুমি ভোরের কবিতা লেখ।
তুমি মায়াবী বলে, তুমি এ চোখে চোখ রাখ।
তুমি ফুলের সুগন্ধ বলে, এ প্রজাপতির এ কাছে টানো।
তুমি এ মনের মিলন বলে, আমারে দুর থেকে কাছে টানো।
তুমি কোমল বলে , তোমারে হাতে এ হাত রাখতে চাই।
তুমি রূপের রানী বলে, এ রূপের রাজা তোমারে চাই।
তুমি এ হৃদয়ের পিপাসা বলে, এ ক্লান্ত হৃদয় তোমারে চাই।
তুমি ,,, আমার আমি বলে, আমি তোমার তুমি হতে চাই।