স্বাধীনতা তুমি
মো ফাত্তাহান আলী

তুমি বসন্ত,  বসন্তের
          প্রথম আমের মুকুল।

তুমি তৃষ্ণার্ত পথিক,
                পথিকের  তৃষ্ণা ।

তুমি ছিলে,
চৈত্রের ক্লান্ত বিকেল,
              বিকেলের  প্রশান্তি।
তুমি ,
মাঘের জ্বার,বৃদ্ধের  
                 হাড়ভাঙ্গা কাপুনি।

তুমি যে
একুশ, সেই
               একুশের গান।

তুমি
        যুদ্ধ, যুদ্ধের সমরাস্ত্র।
তুমি
যে ২১, সেই
           একুশের পণ।

স্বাধীনতা তুমি যে

তুমি
মাঠে   সোনালি ধান,  
কৃষকের গ্রহণের  ধুমধাম।

তুমি ছিলে
৬৯ , ৬৯রের
             গণ আয়োজন।

তুমি
রক্ত , রক্তাক্ত তাজা প্রাণ।
তুমি
          বন্দুক,তার বাড়ুদ।

জানো তুমি কে?
তুমি
বিজয়ী, তুমি বিজেতাদের গান।