রমজানের ওই চাঁদ
~মো ফাত্তাহান আলী

কে আছো, বিশ্ব মুসলিম, চেয়ে দেখো আকাশে,
দূরের কোণে চাঁদ উঠেছে, রমজান হাসে।
দুঃখীর দুয়ার খুলে দিলো রহমতের দর,
মুমিনেরা, এসো সবাই, দেখো নূরের  (অছার)।

রোজাদার রাখবে রোজা, এ যে ফরজ আমল,
নফল, সুন্নত মিলিয়ে হবে বেহেশতের কোলাহল।
পাক-সাফ হয়ে চলো, বলো "খোশ আমদেদ",
দূর হবে মুনাফিকি, যাবে শয়তানের ভেদ।

রহমতের দিনগুলো ছড়িয়ে দিলো আলো,
মাগফিরাতের সন্ধ্যা এলো, মুছে যাবে কালো।
নাজাতের শেষ দশকে দয়ার দরজা খোলে,
জাহান্নামের আগুন নিভে শান্তির ধারা ঝরে।

রাতের আঁধার সাক্ষী, নামাজে ঝরুক জল,
তাহাজ্জুদের সিজদায় ফুটে ওঠে আকুলতা বিকল।
লাইলাতুল কদর কবে, সে খবর কেউ জানে না,
যে রাতে কুরআন নাজিল, সে রাত অমলিন চাঁদ না।

খোদার আরশ হতে নামিতে শুরু হবে রহমতের বাণী,
এই রমজানেই বাড়ুক  সবার নেকির ফুলদানি।
পার্থিব মোহ ভুলে, করো হৃদয় পরিশুদ্ধ,
রমজানের এই চাঁদে, পাক অন্তর  হোক পবিত্র।