প্রিয়ন্তিকার অপেক্ষা

মো ফাত্তাহান আলী

ভালোবাসায় এক টুকরো বসন্তের পাতা উপহার দিতে চেয়েছিলাম,
জীবনের হাজার শতেক মানুষের ভিড়ে যে মানুষ স্বপ্নে স্পন্দন হয়ে থাকে, তার জন্য একটা শিমুল ফুল দিতে চেয়েছিলাম।
তাকে হয়তো এই বসন্ত মেলায় একা পথে হাঁটার আমন্ত্রণ জানাতাম,
কিন্তু সে তো এখন সময়ের অলিখিত অধ্যায়।
আজ তার অপমৃত্যু হয়েছে—
সময়ের অবহেলায়, দেহ তার কিরণচাঁদের চোখে, এক টুকরো ভাগ লেখা নেই।
যা চাইছিলাম, তার একখানি পেয়েছি— নিঃশব্দে তার কাছে ডাকার নামান্তর।
পেয়েছি তাকে ভালোবাসি একা, নিভৃতে—
এই পৃথিবীর আলোকবর্ষ ছাড়িয়ে,
একদিন প্রিয়ন্তীকে বলব,
আজীবন তার পথের অপেক্ষায় আমি স্বপ্ন দেখি এখনো!