একটি কবিতা
লেখক: কবি মো ফাত্তাহান আলী

একটি কবিতা
নাম তার আবু সাইদ।
কে জানত, আজ আমার কবিতার নাম হবে আবু সাইদ!
কে জানত, সেদিন বুক চেতিয়ে বুলেটের সামনে দাঁড়াবে একটি ছেলে, নাম তার হবে আবু সাইদ!
ভেঙে দেবে জানোয়ারের লোহার শিকলবদ্ধ দরজা।
ছিনিয়ে আনবে স্বাধীনতা,
সংস্কার আর নতুন এক বাংলাদেশ।

জাফরেপাড়ার এক সাহসী যুবক,
কিংবা মানিকের মতো নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা সোনালি সন্তান,
নতুন রূপে সাজাবে দেশ।
মুষ্টিমেয়দের সেদিন দেখেছিলাম,
অস্ত্র নিয়ে দাঁড়িয়ে ছিল— ওরা নাকি আমাদের ভাই!
হা হা হা! যাদের নেই পরিচয়!
এ দেশের পাশানেরা ক্ষতবিক্ষত করেছিল আমার ভাই শাহিনুরের বুক।
এখনো সে মৃত্যুশয্যায় লড়াই করছে।

আজ একটা কবিতা লিখছি—
যে নগরীতে এখনো শহীদের লাশের গন্ধ,
তাজা প্রাণগুলো টগবগিয়ে স্টাম্প লাইটে জ্বলছে।
ভাসমান শরতের থই চাঁদ,
তখন আমি দাঁড়িয়ে এক স্টাম্প লাইটের সামনে।
আমার বিদ্রোহের নগরী সেজেছে লাল রঙে।

শত মুগ্ধদের দেখতে পেলাম
এই শহরের জমা ইতিহাসের পাতায়।
তখনও দেখতে পেলাম,
হাজার হাজার শব্দ ইতিহাস পড়ায়।

এই ইট-পাথরের মোফিজের শহরে
শহীদের প্রথম রক্তের চিহ্ন বৃথা যায় না।
ওরা— ওদের রক্ত সৃষ্টি করে নতুন এক অপরাহ্ন।

এভাবেই বারবার খুদিরাম, প্রফুল্ল চাকি, শঙ্কু সমজদাররা আসে।
অন্যায়ের সামনে আবু সাইদরা বুক পেতে দাঁড়ায় দৃঢ় সাহসে।