ইমাম, আজ মসজিদে কোন খুতবা দেবে?
বন্ধ করো বয়ান!
মো ফাত্তাহান আলী

ইমাম, আজ মসজিদে কোন খুতবা দেবে ?
কাদের সামনে বয়ান করবে, হে খোদার গোলাম?
ওদের চোখে রক্ত নেই, নেই লজ্জার রেখা,
ওদের সামনেই তুমি আজ পড়বে কোন কালির লেখা?

একটি শিশু হারালো আজ,যারা লুণ্ঠন করল দেহ,
ওদের হাতেই ছিঁড়ল কুঁড়ি, নষ্ট হলো হৃদয় মুহূর্তে।
ওদের কাছে আশ্রয় চেয়েছিল, ওরা করেছে রুদ্ধ,
ওদের কাছেই বিচার চেয়েছে, ওরা শুধু হাসে শুদ্ধ!

আজ মসজিদে কোন খুতবা দেবে ইমাম?
যে শিশুর রক্তে সমাজ প্লাবিত হলো,
সেই সমাজের মাসনদে বসে কোন খুতবা পড়বে?
কোন ধর্ষক দলের সামনে তুমি খুতবা দেবে?

বুকের তলে আগুন রেখে, বলবে কি বয়ান?
ধর্ম কি আজ শুধুই ধর্ম, নেই কি আর ভাষণ?
ন্যায় যেখানে লুকিয়ে কাঁদে, সত্য যেখানে নির্বাসিত,
সেখানে খুতবার শব্দ কেন বায়ুর সাথে বিলীন?

বন্ধ করো, থামাও খুতবা, পাপীর সামনে নয়,
যে সমাজে ন্যায় হারালো সভ্যতা, সে সমাজেই ভয় হয়।
হে ইমাম, তবু কি কেবল মুখেই বাজবে বাণী?
এই দ্বার হতে ছড়াবে না কি সমাজে জাগরণী?

নজরুলের মতো আজ আমিও বলছি—
বন্ধ করো, বন্ধ করো মসজিদের জুমাবারের মুখের বয়ান।
যে বয়ানে রক্ষা পেলে না ৮ বছরের নিষ্পাপ শিশুটা,
লজ্জা থাকলে বন্ধ করে দাও পবিত্র বাণীর খুতবাটা।