আপনি
মো ফাত্তাহান আলী
আপনি আমার সকল ব্যথার পরে ছোট্ট আশা,
যেথায় কুড়ে কুড়ে রেখেছি আমি সকল চাওয়া।
ঘুমের মাঝে বিরক্তির জন্য আপনি আমার দুঃখ,
তাইতো আমি ছুটে চলি সকল সুখের পর।
আপনি আমার এই ক্লান্তির ছোট্ট মরীচিকা,
তাই তো আমি ছুটে চলি বেলা আর অবেলা।
জীবনের দাঁড়ি চিহ্নের আপনি একটা বিয়োগান্তক ধারা,
যেথায় খুঁজে পাবো না বুঝি আপনার কল্পনার ভাষা।
আপনি আমার জীবন গল্পের একটা লজ্জাবতীর পাতা,
সব বাক্যের শেষে আমি একটা শিশির বিন্দু।
আপনি আমার অন্তরের সকল ক্ষোভের ক্রন্দন ভাষা,
তাই তো আমি আপনার কাছে বড় ভালোবাসা।