তারা জানে; তাদের পথ নেই পথ হারাবার মতো
তবুও উপমা নির্ভর পথচলায়
প্রতিটি পদক্ষেপে তারা কবিতার জন্ম দেয়
নীতির কঠিন নির্ভরশীল হাতের পাঞ্জায় বারুদ পোষে;
আর হৃদয় তাদের বারুদঘর
তারা চাইলেই মাথায় তুলে নিতে পারে পাহাড়
ডিঙিয়ে যেতে পারে কঠিন প্রাচীরের মতো অমঙ্গল
ভেঙে ফেলতে পারে সহস্রাব্দের প্রচলিত সকল সংস্কার
মিথ্যে ত্রাশের ঘর
আর মিথ্যে প্রতিশ্রুতির অন্যায্য বরখেলাপ
মুছে ফেলতে পারে সৌখিন দুঃখ।
ওরা গড়তে পারে সত্যে উপনীত সত্যি নির্ভর পথচলা-
তীব্র হতাশার যন্ত্রণার দুঃখসহ অনল প্রবাহ নিমিষেই নিভিয়ে
হাহাকারের প্রতিধ্বনি ভুলে হাসতে পারে
ভুলাতে পারে অত্যাচারী নগরীর নগর পিতার অহংকার
নিমিষেই মুছে ফেলতে পারে সকল দাম্ভিকতা
নির্ভীক আচরণে আড়ষ্ট হয়ে উড়াতে পারে শান্তির পারাবত
কেননা; শরীরে এখনো উন্মত্ত যৌবনের হুঙ্কার
যৌবনের গানে ভাঙ্গাগড়ার পিপাসা তখনো ওষ্ঠ্যগত।