যেদিন পুড়েছে ভালোবাসার দায়,
সেদিনই বুঝেছি—
অসম্ভব বলে কিছু নেই,
সবকিছু ছেড়ে থাকাও যায়।

যে হাতের রেখায় একদিন ছিলো আশ্রয়,
আজ সে হাতেই দূরত্বের রেখা,
যে চোখ একদিন স্বপ্ন বুনেছিলো,
আজ সেখানেই মরুভূমির ধূসরতা।

ভালোবাসা কি শুধুই একটা অভ্যাস?
নাকি স্মৃতির দেয়ালে টাঙানো এক ক্ষয়িষ্ণু ছবি?
যে সময় একদিন পথ দেখিয়েছিলো,
সেই সময়ই আজ অচেনা মোড়ে দাঁড়িয়ে হাসে।

আমরা কি সত্যিই একে অপরকে ছেড়ে এসেছি?
নাকি নিজেকেই হারিয়ে ফেলেছি সময়ের ভিড়ে?
যদি সব ছেড়ে থাকা যায়,
তবে কেন হৃদয়ের গহীনে এখনো দগদগে ক্ষত?

যেদিন পুড়েছে ভালোবাসার দায়,
সেদিনই বুঝেছি—
ভালোবাসা শেষ হয় না,
শুধু রূপ বদলায়, শুধু দূরে সরে যায়।