তুমি নেই, তবু আছো মনে,
হৃদয় জুড়ে বৃষ্টি হয়ে—
তোমার স্মৃতির নরম ছোঁয়ায়
ভিজে যাই যে ধীরে ধীরে।

শব্দহীন সে নীরবতা,
তোমার চোখে বয়ে যায়,
আমি খুঁজি আকাশ জুড়ে,
তুমি কোথায়? তুমি কোথায়?

হয়তো একদিন ফিরে এসে
ধরবে আবার হাতটা তুমি,
ভালোবাসার সে গল্প আবার
লিখবো নতুন পাতায় আমরা দুইজনই।

— শুধু তোমার জন্য..