তোমাকে যখনি দেখি আমি
হারিয়ে ফেলি ভাষা
তোমার কাছে আসতে হবে
পুষেছি তেমন আশা।

তোমার আমার বিবেধ দেয়াল
দেখায় শ্রেনি ব্যবধান
তাই নিজেকে সংযত করেছি
দেয়াল রেখেছে অবদান।

আর জানি।
তোমার নামে লিখিত আছে
রাজপুত্র যেমন হয়
আমি তাই তো দুরেই যাচ্ছি
তোমার নেই কোন ভয়।

আমি হয়তো ভাসতাম ভালো
আমার সাদ্য মত
সে মানুষ  তার অধিক বাসবে
তার সম্ভাবনাও শত।

অল্প ভালোবেসে দুঃখ দিবো
এমন নই প্রমিক।
তোমার নামের প্রার্থনা করি
রাজপুত্র জয় করুক।

সে ভালোবাসায় পরিপূর্ণ তুমি
জীবনে থাকবে না ক্ষত
যতো ভালোবাসা পেয়েছ তুমি
পাও, কয়েক গুণের মত।