আমি একদিন গৃহত্যাগী হবো
পৃথিবীর দুঃখী ঘন মানুষের মুক্তির জন্য,
এক চিলতে হাসির জন্য।
সন্ন্যাসী? নাহ্! সন্ন্যাসী নাহ্।
ভগবান ভগবান সাফল্য আরাধনায় আমার পোষায় না।
আমি গৃহত্যাগী হবো পথচারীদের সুখের জন্য
একটুকরো প্রেমের জন্যে।
সাফল্য আরাধনা এই পৃথিবীর মানুষকে
কেবলই ঘর ছাড়া করেনি
করেছে সভ্যতাহীন রক্তপিপাসু বর্বর পিচাশ।

আমি একদিন গৃহত্যাগী হবো।
জীবন যাঁদের কেটে যায় সংকীর্ণতায়,
তাঁদেরও তো অধিকার আছে সুখের দেখা পাওয়ার,
আমি ঐ অসুখী মানুষের মুখের ফোটানোর কারিগর হবো।

আমি একদিন ফেরিওয়ালা হবো
কেবলই বাহারী কাঁচের চুঁড়ি বয়ে বেড়িয়ে
বালিকার মুখে হাসি ফোটানোর ফেরিওয়ালা হতে চাই না।
আমি চাই মানবতার ফেরিওয়ালা হতে
ঘুচবো অমানবিক অন্ধকার আত্মপ্রদিপ জ্বেলে।

আমি একদিন গৃহত্যাগী উদ্ভাস্তু হবো
মিশে যাবো ঐ গৃহহীনদের দলে,
যারা একটু মাথা গোঁজবার আশ্রয়ের আশায় হণ্য হয়ে ঘুরে বেড়ায় পথে প্রান্তে হতে প্রান্তরে
দেশ থেকে দেশান্তরে
আমি সেই সকল মানুষের জন্য ছায়া হবো।

আমি একদিন গৃহত্যাগী হবো
ঐ দুঃখিনী মা'য়ের জন্য বয়ে আনবো শান্তির সুবাতাস
অমৃত আনন্দের ভাগাভাগিতে সবাই অংশীদার
দুঃখকে নিতে পারে কয় জনে? 
আমি ঐ দুঃখিনী মায়ের স্বপ্ন হবো। 

আমি সুশাসন হবো
শান্তির বার্তায় রুখবো অনিয়ম
সুনিয়ম রচনা করবো অনিয়ন্ত্রিত সমাজে
পরিশেষে
আমি মানুষ হবো
ঘুচবো সমন্বয়হীনতার সভ্যতা।