শ্রাবণের মেঘ মলিন দিনে সন্ধ্যা নামার পরেও 
আমি বসে আছি মেঘনা নদীর পাড়ে
পাড়ের সবুজ ঘাসের উপর। 
বোবা হাওয়ায় শীতল তাণ্ডব আমাকে ছুঁয়ে দিয়ে যায়
মানুষকে আপন মানুষ যেমন করে ছুঁয়ে দিয়ে যায়
দুঃখে ছুঁয়ে দিয়ে যায়; 
সুখে ছুঁয়ে দিয়ে যায়
হাসিতে
আনন্দে 
অবহেলায়
ভালোবাসায় 
আর যেভাবে যেভাবে ছুঁয়ে দিয়ে যাওয়া যায়। 

বন্যার্ত পরিবেশের জল পতনের শব্দে
আমি ঠিক বুঝে উঠতে পারিনা
প্রিয়জন নিকটে আসছে 
নাকি চলে যাচ্ছে
জন্ম জন্মান্তরের বন্ধন ছিঁড়ে। 
নদীর স্রোতের টানের শব্দে ভেসে যাচ্ছে স্মৃতির কাঠগড়-
মনে হচ্ছে আমার অন্তর বেঁধ করে চলেছে
পুরোনো স্মৃতির পাহাড়
বোধহয় অলিক কোনো স্বপ্ন-
বাস্তবতার কোনো তারতম্য নেই স্বপ্নের ভিতর
কিছু অজানা সুখ আর কিছু অজানা আশঙ্কায় কাঁপছে দুটো ঠোঁট।
মাথার উপর উড়ছে কালো রঙের ধোঁয়া; বোধহয় আঁধার-
এই আঁধারে বৃষ্টিতে আমি ঠিক বুঝতে পারছি না
চোখ দুটো কি বর্ণহীন নাকি বর্ণযুক্ত।