আবদ্ধ ঘরের ভিতর জানা-অজানা দীর্ঘশ্বাসের ভীড়ে
চোখ মেলে তাকিয়ে দেখি বিদ্যমান তোমার স্বপ্ন,
তোমাকে জয়ের স্বপ্ন।
চোখের পাতা জড়ো হতে স্পষ্ট দণ্ডায়মান তুমি
বাকিসব বিমর্ষ অন্ধকারের মায়া,
একি স্বপ্ন?
নাকি জাগরণে দেখা ভ্রম।
বুকের মাঝে জমে থাকা দীর্ঘশ্বাস আরও বুকের গভীরে টেনে
তোমাকে জয়ের স্বপ্নকে দৃঢ় করি-
কিন্তু তোমাকে জয় করবো এ সাধ্য আমার কই?
ইতিমধ্যে তুমি জয় করে নিয়েছ আমাকে,
আমি কেবলই নিজেকে তোমার কাছে পোঁছে দিতে এসেছি
সঁপে দিতে এসেছিে-
তুমি আমাকে গ্রহণ করো তোমার আপন মহিমায়।