বিশ্ব নিখিল অযাচিত পাপবোধের তিক্ততায় ভরে গিয়ে
নিবিড় পথচলা থেমে গেছে অনেককাল আগেই-
সভ্যতার তৃষ্ণায় ক্লান্ত হৃদয়; অনুভূতিরা মরুভূমির ধুলো।
ঝড়-ঝঞ্ঝাট বেহল্লাপনা আর আমিত্বের জমজমাট বড়াই,
বিপর্যস্ত আত্মার কারাগারে আটকে যাওয়া রুচিতে
শূন্য শূন্য লাগে; কোথাও কেউ নেই মনের কথা বলার।

বিবেকের তাড়নায় কতোজন হাতে তুলে নিয়েছে রং তুলি
তবুও আঁকতে পারেনি সময়ের সঠিক আলোচিত চিত্র
দক্ষতায় নয়তো যুক্তির দোটানায় পিছিয়ে পড়ে।
গোঁজামিল হাহাকারের প্রতিধ্বনিতে ফিরেছে নিজের কাছেই ।
মানুষের পাওয়া হলো না মানবতার স্বাদ
ভোগের উপযোগিতা অর্জন করতে পারিনি স্বাধীনতা
অভিমান লুকিয়ে নিরভে সহ্য করে প্রশ্নের ভয়াবহতা
চারিদিকে বিঁধেছে তিক্ত বিক্ষিপ্ত প্রশ্নের জাল,
উত্তর দিতে না পারার হাহাকার বিভীষিকাময় মুক্তি,
জীবনের শেষ হিসাবে বিবেক ভুলে গেছে ব্যাথার হিসাব
অব্যক্ত বাসনা, নিশ্চুপ নিরবতায় জমেছে বুকের দীর্ঘশ্বাসে।