বৈশাখী দুপুরের মতো শুকনো আমি
শুকনো আমার মনের দেয়াল,
অনুভূতির পৃষ্ঠা—
প্রকৃতির মতোই জীবনে নেই আদ্রতার ছোঁয়া।

সেখানে জমা ছিলো সহৃদয়াস্থিত আবেগ,
ভালোবাসার নরম শিহরণ,
আর ছিলো স্বপ্ন— ভবিষ্যতকে আপন আঙ্গিকে গড়ার।
কিন্তু আজ?
আমার অস্তিত্ব মোড়ানো আমিত্বের খোলসে,
কিন্তু ভেতরে— শুধুই শূন্যতা!

হৃদয় জ্বলেপুড়ে খাক—
সময়ের অগ্নিস্রোতে ধুলো হয়ে উড়ে যায়
আর আমি? আমি নির্বাক!

পথিক আসে, পথিক চলে যায়,
কিন্তু ভুলেও ফিরে তাকায় না।
হৃদয়ের মাটিতে পড়ে না অনুভূতির বীজ,
কেউ স্বপ্ন দেখায় না,
ভেবে নেয়— আমি বুঝি অভাগা!