তোমাকে ভেবে ভেবেই অতিক্রান্ত হয়েছে একটা দিন
বুঝতে পারলে? একটা দিন, কতো সুদীর্ঘ সে সময়
অথচ আমি কি না করতে পারতাম এই দিনটায়
দিনটাকে লিখে দিতে পারতাম মানবতার নামে
লিখে দিতে পারতাম পথ শিশুর কল্যাণে
লিখে দিতে পারতাম মানুষের মাঝে দেশাত্মবোধ জাগরণে
নয়তো লিখে দিতে পারতাম মা-মাতা মাটির জন্যে
একটা দিন আমার পার হয়ে গেলো শুধু তোমাকে ভেবেই
জানতে পারিনি কখন সূর্য রক্তিম রূপে পৃথিবীতে এসে
কখন সে মোলায়েম হয়ে মিলে গেছে গোধুলিতে
চাঁদ কখন পূর্ণ জোছনায় ভরে দিয়েছে এই পৃথিবীকে
তোমার দেয়া বেদনা বিষাদে বিমোহিত থেকে
আমার কোনো কিছুই হলো না দিনটাতে।
তোমাকে ভেবে আমি যে দিনটা আমার অতিবাহিত হয়েছে
সে দিনটা আমি কাজে লাগাতে পারতাম আত্ম উন্নয়নে
কিন্তু আমি কোনো কিছুতেই হতে পারিনি মনোযোগী
কেননা; তুমিই যে আমার আত্মার সন্তুষ্টি
তোমার হাসি মুখের অভিব আর উজ্জ্বল চোখের ভাষা
আমার হৃদয়কে প্রসারিত করে, বর্ধিত করে
তোমার কথায় প্রতিমুহূর্তে পাই অনুপ্রেরণা
ভালোবাসা দেয়া-নেয়ার পরিপূর্ণ অবকাশে
সবকিছু ভুলে তুমি আমার হও
আমি বদলে দিবো এই শহরের মানচিত্র।