আমি তোমাকে আটকাবো সেই স্বাধ্য আমার নেই
আমি যে অনেক আগেই ফুরিয়ে গেছি
ফুরিয়ে গেছি নিয়তির অদ্ভুত আঁধারে কিংবা আমার বেখেয়ালি ভাবনার ভিতরে
আমি আমার নিজেকে দিতে পারিনি
এমন কোনো মর্যাদা জনক স্থান
তোমাকে আর কি দিবো!
আমার আছে নির্বাক নিঃশব্দে তাকিয়ে থাকা
এই ছাড়া কোনো পদক্ষেপ নেই
নেই সম্পর্ক পরিবর্তনের যোগ্য অধিকার।
তুমি চাইলেই প্রতিশ্রুতি দিতে পারো
প্রতিশ্রুতি ভাঙ্গতে পারো
ইচ্ছে করলে জড়িয়ে নিতে পারো অন্তরে
ইচ্ছে করলে তাড়িয়ে দিতে পারো দুরদুর করে।
আর আমি?_
আমি কিছুই দিতে পারি না
প্রতিশ্রুতি দিতে হলে যোগ্য হতে হয়
জীবন আচার-আচরণে যোগ্য হয়ে উঠতে হয়।
আর তুমি নারী
তুমি দেবী
প্রকৃতির নিয়মে যোগ্য হয়েই তোমার জন্ম।