অযাত্রী সুলভ আচরণ মাখানো শরীরে মেখে কারা দাঁড়িয়ে
মূর্তিমান মানুষ কিন্তু আচরণে এ কেমন যাতনার ঢেউ
হৃদয় ভর্তি আবেদন আর অপ্রকাশিত সব অনুভুতি মেখে
কেন এই ব্যতিক্রম দাঁড়িয়ে থাকা; কিসের প্রহর গুনছে তারা?

বোধহয় জটপাকানো মাথায় চলছে দারিদ্রতার তান্ডব,
অভিব্যাক্তিতে মনে হয়, তারা কোথাও পোঁছাতে চায়;
ক্ষুধার তান্ডবে পিষ্ট শরীর প্রাণ; তাই দাঁড়িয়ে পড়েছে রাস্তায়
দাঁড়িয়ে হয়তো ভাবছে কেউ একজন নিয়ে আসবে উন্নয়ন।