আজ আমাদের কাল তাহাদের
পুরশু এখনো বাঁকি
প্রকৃতি কি আর হিসাব কষেছে
তোমাকে বাদ রাখি?
তোমার সাথে ও তাল মেলাবে
হিসাব কষবে বরাবর
কেউই কখনো বাদ পড়বে না
বিশ্ব ন্যায়ের চরাচর।
আগন্তুক যায় আগেই ভেগে
পালিয়ে বাঁচতে চায়
নিজের মতো বাঁচতে গেলেও
বেঁচে থাকা দায়।
তুমি তোমার যতোটাই বুঝো
অপরকে ও দাও মূল্য
কেউ নয় কারোর থেকে ছোট
সবাই সবার সমতুল্য।
এই বিশ্বাস হৃদয়ে গেঁথে রেখে
এগিয়ে যাও সামনে
সমতার মূল্যায়ন পাবেই তুমি
পোঁছাবে প্রাণের বন্ধনে।