তোমরা যেখান সেখান যাচ্ছো ফেলে পলিব্যাগের থলি
যায় কি দেখা না দেখার মতো; পাড়ার অলিগলি?
পাড়ার মোড়ে রাস্তার মাথায় শুধুই পলিথিনের থুপ
এই আবর্জনা ভরিয়ে তোলা নয় কি নিজ ধ্বংস কুপ?
মানুষ! নিজ বলতে শুধুই নিজেকে বুঝে
শরীর হাতিয়ে স্পর্শতা খোঁজে।
তারপর! নিজেকে নির্দোষ ভেবে, গুটিয়ে রাখে হাত
পুঁজিবাদী মহল জেগে উঠে তখন করে বাজিমাত।
পৃথিবী নিয়ে পুঁজিবাদী মহলের আঁকা ষড়যন্ত্র
আমাদের অলসতা দিয়ে যায় রুপ মহামন্ত্র
সকলে বেপরোয়া হয়ে ব্যবহার মত্ত বিষাক্ত পলিথিন
বেপরোয়া ভাব বেড়েই চলেছে, দিন হতে দিন
এভাবেই যদি চলতে থাকে, আমরা মানুষেরাই হবো লীন
যতটা আমাদের বেপরোয়ার দোষে, ততটা নয় পলিথিন।