যে জীবন ছিলো উপভোগের
সে জীবন আজ বিপর্যস্ত
সেখানে সুখ নেই
সমৃদ্ধি নেই
কারো বিরুদ্ধে কোনো অভিযোগ ও নেই
অভিমানের মনকষাকষি নেই
কারো প্রতি অবজ্ঞা অবহেলা কিংবা হিংসা নেই
ঐশ্বর্য প্রাচূর্যের সমারোহ আমাকে টানে না
শুধুই ভালো লাগে বেঁচে থাকার জন্যই এই বেঁচে থাকা।
অনেক কিছুই তো পিছনে ফেলে এসেছি
ইচ্ছে করে একটু পিছনে ফিরে যেতে
কিন্তু ইচ্ছেকে প্রাধান্য দিয়ে আর পিছনে ফিরে যাই না।
ভালোবাসা আগের মতোই আছে
কিন্তু সেই জাহির করার অভ্যাসটা আর নেই
যে যেভাবে চাইছে
আমি টিক সেভাবেই মেনে নিচ্ছি
প্রতিবাদ করার জন্য যুক্তির স্পষ্টতা প্রয়োজন
তা নেই; বিষয়টা তা নয়-
শুধুই ইচ্ছে টুকু নেই
এই মেনে নেওয়ার বিনয়টুকু ছাড়া কোনো কিছুই নেই
আজকে ইচ্ছে হলে যেমন হাসি
তেমন করে কান্নাকে ও রোধ করি না-
সবকিছু চাপিয়ে আজ মনে হয় নিজের জন্য বাঁচি।