আমার সাথে লাগতে আসলি
কাজটা করলি না ভালো
আমার আমিকে চিনবি ; তোর
ভালোর দিনটাই গেলো।
আমি ছিলাম ভালোয় ভালোয়
কেনো উড়ালি আমার টাঙ
তোকে আমি আস্তই রাখবো না
ধরিস না, যতোই ভাঙ।
এখন অপেক্ষা খালি স্কুুল ছুটির
তখন দেখবি আমার দম
এমন এক পরিচয় দিবো আমার
মিটবে অহংকারের ফর্ম।
আমি দেখবো আমি কি জিনিস
তুই কেমন মায়ের ছেলে
আমি তোর মতো ঝাঁপিয়ে পড়িনা
কাউকে একলা পেলে।
একাহাতে পেয়ে যারা আঘাত হানে
ভুলে যায় ন্যায়-নীতি
আমি লাগবো তার প্রতিবাদ করতে
হোকনা তার যতই ক্ষতি।