নানা মুনির নানান ভাষায়
নানান মুখের বুলি ।
নানান মুখে ঘৃণা ছড়ায়
নানান স্রোতে চলি।
নানান জনের মুখের খাবার
জোগাড় করা দায়
কঠোর পরিশ্রমেও ব্যর্থ হয়ে
জীবন যেনো যায়।
নানান মানুষ টেনে পিছু হটায়
নানান যুক্তিতে লড়ে।
নানান ইঙ্গিতে বুঝায় জিডিপি
বাড়ছে দেখো গড়ে।
নানান জনে ভাবছে বসেবসে
ফিরিয়ে আনতে সাম্য।
নানান ভাবে সে প্রচেষ্টা চালায়
সাম্যই একমাত্র কাম্য।
নানান মানুষ নানান ছলে
অর্জন করে খ্যাতি।
কূটকৌশলের নিত্য বলে
পিছিয়ে যায় জাতি।।
পিছিয়ে যাওয়া মানব জাতি
বয়ে নানান রোগশোক।
আহারে বিহারে আলাপে সংলাপে
পোহায় নানান দুর্ভোগ।