তাঁরা কামান হাতে যুদ্ধ করেছে
দেশের স্বাধীনতার জন্য
তাঁদের সে বীরত্ব স্বজনের কাছে
কেবলই একটা পন্য।

সেই পন্য বেছে জীবন কামায়
তাঁদেরই আপন জন
তারা কেনো নিয়েছে কামান হাতে
বুঝে নি কি কোনজন।

তাই তাঁদের অনুভুতির মূল্যটুকু
কবেই হয়েছে শেষ
প্রতিদান নেই; প্রতিক্রিয়ায় লোভ
এটা লোভের বাংলাদেশ।

বীরত্বের বলিদান  হতে পারতো
মাতৃভূমির প্রতি শিক্ষা-
সে শিক্ষা আমাদের শিক্ষা হয়নি
নিতে শিখেছি ভিক্ষা।

যাঁরা জীবন বাজি রেখেছে যুদ্ধে
কখনো করেনি নতশির
আমাদের আচরণে লজ্জিত তারা
লজ্জিত সকল বীর।