প্রেম সাগরে কাটবে সাঁতার
তাই ধরেছো পণ।
তোমার চাওয়ায় প্রাণ মেলাবে
আছে কি এমন মন?

কত মন যে মনের খোঁজে
হারিয়েছে, আর ফেরেনি
কোথায় গিয়ে কেমন আছে
আজও খোঁজ মেলেনি।

তাই চাইছ কাঁটাতারের বেড়া
ভাঁটা পড়েছে অন্তরে
আজও ওরা প্রেম ডাকেনি
ভালোবাসার বন্দরে

ঘুরবে ফিরবে এইটুকুই সার
মন বিনিময় অনিরাপদ
যারা নিয়েছে বিনিয়োগের ঝুঁকি
তাঁরাই ডেকেছে ঘোরবিপদ।

সে বিপদ সংকেত আর কাটেনি
মাঝেমধ্যে ভয় দেখায়
নিজের মাঝেই এই জীবন যাপন
পরের নামে পথ হারায়।

(সমাপ্ত)